শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আখাউড়া ওসির অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া ওসির অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়নে ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারের অপসারণ দাবি করেছে দুই ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী। গতকাল সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিয়ন্দ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রবি উল্লাহ ভূঁইয়া বলেন, এর আগে গত ৭ মে চতুর্থ দফার নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল ভূঁইয়ার সমর্থকরা ভোট কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই করেন। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার আওয়ামী লীগ প্রার্থী ও তার লোকজনকে কেন্দ্র দখল করে অবাধে সিল মারার ব্যবস্থা করে দিয়েছিলেন। একই অভিযোগ করেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ খান। এসব ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচন কমিশন সচিবালয় তদন্তের ব্যবস্থা করে। তদন্তে সত্যতা পাওয়ায় কমিশন এর ফলাফল বাতিল করে ৩১ অক্টোবর পুনর্নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর