শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুষম উন্নয়ন দাবিতে চার কিলোমিটার মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সুষম উন্নয়নে জাগো সিরাজগঞ্জবাসী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গতকাল বিকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় দীর্ঘ ৪ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে শহরের ইয়াং স্টার ক্লাব ও যমুনা সততা সংঘের সহযোগিতায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সিরাজগঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকার হাজার হাজার নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ এলাকায় নৌবন্দর স্থাপন, পর্যটন মোটেল নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেললাইন স্থাপনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য  দেন জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু বকর ভুইয়া, আমিনুল ইসলাম ঝন্টু, আসাদ উদ্দিন পবলু, নব কুমার কর্মকার, জহুরুল ইসলাম মণ্ডল ও কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সফরকালে সিরাজগঞ্জের উন্নয়নে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। এর মধ্যে মাত্র কয়েকটি দাবি বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো আজও বাস্তবায়িত হয়নি। সিরাজগঞ্জের নদীভাঙা দরিদ্র মানুষের জীবন-জীবিকার জন্য এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

সর্বশেষ খবর