শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটি খাগড়াছড়িতে সড়ক অবরোধ কাল

বাঙালিদের পাঁচ সংগঠনের ডাক

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

কাল পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল দাবিতে দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধ ঘোষণা করেছে, বাঙালিদের ৫টি সংগঠন। গতকাল বিকালে গণমাধ্যমকে দেওয়া পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাডভোকেট আলম খান রহমান স্বাক্ষরিত এক  বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এ অবরোধের সমর্থন দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা-কর্মীরা। বিবৃতিতে বলা হয়—দীর্ঘদিন ধরে পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিরা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল করার দাবি জানিয়ে আসছে। কারণ এ কমিশনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কমিশন চেয়ারম্যান ছাড়া বাঙালিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। যার কারণে কমিশনে বাঙালিদের মতামত জানানোর কোনো সুযোগও দেওয়া হয়নি। অথচ পার্বত্যাঞ্চলে যুগ যুগ ধরে পাহাড়ি বাঙালি মানুষগুলো এক সঙ্গে বসবাস করে আসছে। অবিলম্বে সরকার যদি দ্রুত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন-২০১৬ বাতিল না করে আর কঠোর ও কঠিন কর্মসূচি ঘোষণা করার হুমকি দেওয়া হয়। এদিকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান গত বৃহস্পতিবার খাগড়াছড়ির ভূমি কমিশন কার্যালয়ে প্রথম অফিস করেছেন।

সর্বশেষ খবর