শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘জঙ্গিদের বর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ থেকে জঙ্গি ও তাদের সঙ্গীদের বর্জন করাসহ দেশকে উন্নয়নে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে আদমজী পাট শিল্প এলাকাকে উন্নত করতে ও নারায়ণগঞ্জকে রোডমডেল হিসাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকাল সৈয়দ আলী চেম্বারের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর জাসদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ১৪ দল নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার লিপি, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর