শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শীতলক্ষ্যায় ব্যবসায়ীর লাশ

রূপগঞ্জ প্রতিনিধি

শীতলক্ষ্যায় ব্যবসায়ীর লাশ

নবীর হোসেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরনের ৮ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে নবীর হোসেন (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের শীতলক্ষ্যা নদীর ৬ নম্বর ঘাট থেকে নবীরের লাশ উদ্ধার করা হয়। নবীর উপজেলার  আতলাশপুর এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। নবীরের ভাই জাকারিয়া জানান, গত ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি হাটাব আতলাশপুর থেকে কাঞ্চন যাওয়ার কথা বলে আর বাড়ি ফিরেনি নবীর হোসেন। সাধারণ ডায়েরি করার পর এক দুর্বৃত্ত নিজেকে মানিকগঞ্জের পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে জানায়, নবীর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিকাশের মাধ্যমে চিকিৎসা বাবদ কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে বার বার অভিযোগ করলেও কোন ফলাফল পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হত্যার ঘটনা রহস্য উদঘাটন করা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধলেশ্বরীতে যুবকের : নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে শুক্রবার বিকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলের, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরনে সাদা রঙের শার্ট ও নীল রঙের একটি জিন্স প্যান্ট ছিল। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক বলেন, নিহতের গায়ের রঙ শ্যামলা। লাশটি ২/৩টি পুরনো। নদীতে পড়ে নিয়ে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

সর্বশেষ খবর