রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাগমারা গাবতলীতে জমজমাট প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বগুড়া

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৭ মে। কিন্তু ৫ মে নির্বাচন কমিশন সচিবালয় ওই নির্বাচন স্থগিত করে। ৩১ অক্টোবর (কাল) অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থগিত হওয়া এই নির্বাচন। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে। গ্রামে গ্রামে ঘুরে দিন-রাত ভোট চাইছেন প্রার্থী-সমর্থকরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪, সাধারণ সদস্য ৪২৯ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, অনিয়ম এবং সংঘর্ষের কারণে ৭ মে চতুর্থ ধাপের ওই নির্বাচন স্থগিত হয়েছিল। এবার এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাচ্ছেন। এদিকে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন কাল। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রাঙ্গা, বিএনপির অধ্যাপক মো. মফিদুল ইসলাম ও স্বতন্ত্র এস এম মশিউল আলম রিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে প্রার্থী ও তাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ায় পদটি শূন্য হয়।

সর্বশেষ খবর