রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মেলায় জুয়া

কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি

পাবনায় তাঁতবস্ত্র ও কুটির শিল্পমেলায় লটারির নামে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। এ ছাড়াও মেলার আয়োজককে আট লাখ টাকা জরিমানা করেছে। গতকাল সন্ধ্যায় র‌্যাব-পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর হোসেন এবং হামিদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। মেলা কর্তৃপক্ষ জেলা প্রশাসন কর্তৃক দেওয়া মেলা পরিচালনার শর্ত ভঙ্গ করে লটারি, জুয়া বা র‌্যাফেল ড্র পরিচালনা করায় পাঁচ ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। যাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। তারা হলো—ফারুক হোসেন, আবদুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, রাসেদ হাওলাদার এবং  জহুরুল ইসলাম (২৫)। এ ছাড়াও শর্ত ভঙ্গের অপরাধে মেলা কর্তৃপক্ষকে আট লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে লটারির টিকিটসহ প্রায় তিরাশি হাজার নগদ টাকাও জব্দ করে। মেলা কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যথাযথ নিয়ম মেনে মেলা পরিচালনার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর থেকে পাবনা শহরের শহীদ এম মনসুর আলী কলেজ মাঠে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা চলছে। মেলার শর্ত ভঙ্গ করে লটারির নামে জুয়া, পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য এবং মৃত্যুকূপ সার্কাস চলছিল।

সর্বশেষ খবর