সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে বাড়িঘরে হামলা পুলিশের লাঠিচার্জ

ফেসবুকে কাবা শরীফের আপত্তিকর ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাবা শরীফের আপত্তিকর ছবি পোস্ট করার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসি দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ও হেফাজত ইসলাম। পড়ে আলাদা সমাবেশে সংগঠন দুটির নেতারা অভিযুক্ত রসরাজ দাসের ফাঁসির দাবি জানান। মিছিল চলাকালে একদল বখাটে উপজেলা সদরের নমশুদ্র পাড়া, কাশীপাড়া, মালিপাড়া ও ঘোষ পাড়ায় হামলা চালিয়ে কয়েকটি মন্দিরে ভাঙচুর করে। এ সময় ৩০-৩৫টি বাড়িঘরে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, গত শুক্রবার উপজেলার হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস কাবা শরীফ অবমাননা করে আপত্তিকর ছবি পোস্ট করে শনিবার ফেসবুকে তার টাইম লাইনে ছড়িয়ে দেয়। এ খবরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকালে রসরাজকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, এলাকায় বিপুল সংখ্যক র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরনগর থানার ওসি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে ছয়জনকে। রসরাজকে মামলা দিয়ে গতকাল হাজতে পাঠানো হয়েছে। এদিকে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসার কয়েকশ ছাত্র-শিক্ষক। মাধবপুরে মন্দির ভাঙচুর : হবিগঞ্জ প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজ দাস নামে এক যুবক ফেসবুকে কাবা শরীফের আপত্তিকর ছবি পোস্ট করায় মাধবপুরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সের শহীদ মিনারে গতকাল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিবাদ সভা করেছে। সভা চলাকালে ২০-২২ যুবক মিছিল নিয়ে স্থানীয় ঝুলন মন্দির ও কালী মন্দিরে হামলা ভাঙচুর চালায়। মাধবুপর পূজা উদযাপন পরিষদ নেতা জীবন কৃষ্ণ জানান, বিশৃঙ্খলা সৃষ্টি করতে কোনো মহল এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর