মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

ছয় জেলায় ছয় লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে বন্ধুদের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া, ফেনী, রাঙামাটি ও গাজীপুরের টঙ্গীতে ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি। নিহত কিশোরের বাড়ি নগরীর মেহেরচচিকপাড়ায়। বাবার নাম আবুল কাশেম। আটকরা হলেন— ওই এলাকার রিয়াজুল, রাব্বি ও শাহীন। চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানার তামাকমুন্ডি লেইন এলাকায় নাজিম নামে এক যুবককে গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর লাশটি জনতা মার্কেট নামে একটি ভবনের তিনতলায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। সিলেট : ওসমানীনগর উপজেলার সুতারখাল নদী থেকে পুলিশ গতকাল রিপন আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। রিপন উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিমহাটি গ্রামের সাকির আহমদের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— পুতুল দাস, তার স্ত্রী কল্যাণী ও মেয়ে শিপা। বগুড়া : আদমদীঘিতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার হালহালিয়া রেললাইনের পার্শ্বে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি : রাঙামাটি পৌরসভা সংলগ্ন সফিকলোনি এলাকা থেকে গৃহবধূ নাজমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমা বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার বাসিন্দা। তার স্বামী শফিকুল ইসলামে বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ফেনী : সোনাগাজীতে একরামুল হক শরীফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। টঙ্গী : গাজীপুরের টঙ্গীর মাছিমপুরে পায়ে শিকল বাঁধা ও গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় গতকাল এক পত্রিকা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বায়েজিদ আলম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুর ও রেজাউল নামে দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর