মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঘুষের টাকা ফেরত

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন গ্রামের হত-দরিদ্রদের গভীর নলকূপ দেওয়ার কথা বলে উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় এক ঠিকাদার প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন। এ ঘটনা নিয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। ধামরাইয়ের লাড়ুয়াকুন্ড গ্রামের ৮ কৃষক পরিবারকে সোমবার ঘুষের প্রায় ১ লাখ টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। উল্লেখ্য, ধামরাইয়ের জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাছির উদ্দিনের সহযোগিতায় ঠিকাদার জয়দেব পাল  বিভিন্ন গ্রাম থেকে অল্প টাকায় গভীর নলকূপ দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যান। এতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের হাশেম আলীর স্ত্রী তারা বানু, হোসেন মিয়ার ছেলে রাজু মিয়া, নয়ন মিয়ার ছেলে মামুন, ফালু মিয়ার ছেলে তাজউদ্দিন, ময়জুদ্দিনের ছেলে সানু মিয়া, লোকমান হোসেনের ছেলে জুলহাস, আবুল হোসেনের ছেলে মনির হোসেনসহ আট কৃষক পরিবার সর্বস্বান্ত হন। গতকাল তারাবানুকে ডেকে এনে তাদের টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী নাছির উদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর