বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যানালের পাড় ভেঙে বাড়িঘর প্লাবিত, ফসলের ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি

ক্যানালের পাড় ভেঙে বাড়িঘর প্লাবিত, ফসলের ক্ষতি

ঝিনাইদহের শৈলকুপায় পাউবোর ভেঙে যাওয়া বাঁধ

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যানালের পাড় ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে এলাকার পানবরজ, হলুদ, ফলজ-বনজ ক্ষেতসহ  ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা প্রধান ক্যানালের পাড় হঠাৎ ভেঙে যায়। রাতভর গ্রামটিতে পানি ঢুকতে থাকে। শতাধিক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ভেসে যায় পুকুরের মাছ। কয়েকটি গবাদিপশু মারা গেছে। স্থানীয় আবুল কালাম জানান, হঠাৎ ঘরে পানি ঢোকায় সাতটি ছাগল ডুবে মারা গেছে। রোজিনা খাতুন জানান, তাদের বেশকিছু মুরগি পনিতে ভেসে যায়। ফরিদ হোসেন, লুত্ফর রহমান জানান, ক্যানালের পাড় ভেঙে পানি ঢুকে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ফলজ-বনজ বাগানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, তার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা ক্যানালের কাজিপাড়া অংশের পাড় রাতে হঠাৎ ভেঙে গেছে। রাতভর পানি ঢুকে গ্রামটিতে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। পাউবোর শৈলকুপা উপ-বিভাগীয় প্রকৌশলী কনক কুমার জানান, ক্যানালে পানির চাপে পাড় ভেঙে গেছে। দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর