শিরোনাম
বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চেয়ারম্যানের গাড়ি চলে গ্যাসে, বিল হয় তেলের

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সরকারি গাড়িটি সারা বছর চলে চাপকৃত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি)। কিন্তু পরিষদের চেয়ারম্যান বিল করে জ্বালানি তেলের মূল্য বাবদ টাকা তুলে আত্মসাৎ করেছেন। এছাড়া গাড়ি মেরামতের জন্য পাওয়া দুই লাখ টাকাও তিনি ভুয়া বিল দেখিয়ে আত্মসাৎ করেছেন। জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিতভাবে এই অভিযোগ করেছেন গাড়িচালক আবদুল হাকিম। নলিতাবাড়ী উপজেলা পরিষদের জিপ গাড়ির (শেরপুর-ঘ-১১-০০১১) তিন মাসে ৭৫ হাজার টাকার তেল ব্যবহার করার নিয়ম। প্রতি বছর গাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। সম্প্রতি এই জিপটি মেরামতের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ২ লাখ টাকা পাওয়া গেছে। গাড়িচালকের অভিযোগে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর থেকেই চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন গ্যাস ব্যবহার করে তেলের বিল তুলেছেন। সম্প্রতি গাড়িটি মেরামতের দুই লাখ টাকাও ‘মিম  মোটর ওয়ার্কস’ নামে একটি ওয়ার্কসপের ভুয়া ভাউচার দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। সরকারি গাড়ি উপজেলার মধ্যেই চলাচলের সীমা নির্দিষ্ট। কিন্তু চেয়ারম্যান সপরিবারে শেরপুর জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বাস করার কারণে প্রতিদিন চার চারবার গাড়িটি শেরপুর ও নালিতাবাড়ীর মধ্যে চলাচল করছে। এছাড়াও জেলার বাইরে ঢাকাসহ বিভিন্ন জেলায়ও যাতায়াতে ব্যবহার করা হয়েছে।  মিম মোটর ওয়াকর্সের মালিক সুরুজ মিয়া জানান, তার ওয়ার্কসপের নামে দুই লাখ টাকার কাজ দেখিয়ে তার স্বাক্ষর জাল করে ভুয়া বিল বানিয়ে চেয়ারম্যান সব টাকা মেরে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, ডিসি স্যারের নির্দেশমতো চেয়ারম্যানের গাড়ি গ্যারেজে তালাবদ্ধ করে রাখা হয়েছে। দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগের ব্যাপারে ডিসি অফিসের নির্দেশ পাওয়া গেলে তদন্ত করা হবে। জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম বলেন, চেয়ারম্যান ও গাড়িচালক দুজনেরই অভিযোগ পেয়েছি। চালককে বদলি করা হয়েছে। দুর্নীতির বিষয়টি উপ-পরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) তদন্ত করে দেখছেন। এ ব্যাপারে চেয়ারম্যানকে গতকাল (মঙ্গলবার) তিন তিনবার ফোন দেওয়া হলেও তিনি লাইন কেটে দেন।

সর্বশেষ খবর