বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কিবরিয়া হত্যা মামলা

জি কে গউছের জামিন নাকচ

হবিগঞ্জ প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ঘটনায় করা বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন জি কে গউছ। শুনানি শেষে বিচারক মো. আতাবুল্লাহ আবেদন নামঞ্জুর করে ৮ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। জি কে গউছের পক্ষে জামিন প্রার্থনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী। সরকারপক্ষে পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী জামিনের বিরোধিতা করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ জি কে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন। জামিনে আছেন আটজন। এ ছাড়া বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন এ মামলায় পলাতক। ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ আতাবুল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। ইতিমধ্যে সব আসামির ক্রোকাদেশ তামিল হওয়ার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। এ সময় তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ আরও চারজন নিহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর