বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর উত্তরাঞ্চল বিষ্ণুপুর, ভাটপাড়া ও কালিয়াজুরি এলাকায় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেনারেল হাসপাতালে ২২ ও কুমিল্লা মেডিকেলে ২৫ জন ভর্তি ছিলেন। এ নিয়ে বিষ্ণুপুর, ভাটপাড়া ও কালিয়াজুরিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার থেকে বিষ্ণুপুর, ভাটপাড়া ও কালিয়াজুরি থেকে ডায়রিয়ায় আক্রান্ত লোক হাসপাতালে ভর্তি হতে থাকে। দিন দিন বাড়ে আক্রান্তের সংখ্যা। গতকাল ভাটপাড়ার পানির ট্যাংক পরিষ্কার করেছে সিটি করপোরেশন। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় খোলা খাবারের দোকান বন্ধ করে দিয়েছে। আক্রান্ত এলাকায় বিতরণ করা হয়েছে ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন। কালিয়াজুরি মাজারসংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সেন্টু জানান, তারা সাপ্লাইয়ের পানি পান করেন। সেখান থেকে এ রোগ হতে পারে। কুমিল্লা জেনারেল হাসপাতালের ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, পানিবাহিত জীবাণু থেকে এ রোগের আক্রমণ হতে পারে। কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, আতঙ্কের কিছু নেই। ফুটিয়ে পানি পান করলে, খোলা খাবার না খেলে এবং হাত ধুয়ে খাবার খেলে এ রোগ থেকে মুক্ত থাকা যাবে। কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা. স্বপন কুমার জানান, রোগের কারণ শনাক্তের জন্য ঢাকা থেকে একটি দল এসে কাজ শুরু করেছে। কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আক্রান্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর