বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পঞ্চগড়ে এক ইউনিয়নে ভোট পুনঃগণনার দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম এবং ভোট গণনায় কাপচুপির অভিযোগ এনে পুনঃগণনার দাবি জানিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির দুই প্রার্থী। পুকুরি ডাঙা বাজারে গতকাল সংবাদ সম্মেলনে লাঙ্গল প্রতিকের ইসমাইল হোসেন এবং ধানের শীষের প্রার্থী আবু আলম মো. আবদুল হাই এ দাবি জানান। এ ছাড়া ভোটে কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেছেন দুই সদস্য প্রার্থী। ভোটকেন্দ্রে প্রার্থীদের নিযুক্ত এজেন্টরাও এ সময় বক্তব্য রাখেন। প্রার্থী এবং এজেন্টরা সংবাদ সম্মেলনে বলেন, ভোট শেষে তাদের হাতে ফলাফলের কোনো কাগজপত্র দেওয়া হয়নি। কাগজ চাইলে  প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরত পুলিশ ও অন্যরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। কেন্দ্রে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা না করে তাড়াহুড়া করে ভোটের বাক্স নিয়ে গেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তারা।  লাঙ্গল ও ধানের শীষ প্রতিকের ব্যালট নৌকা প্রতিকের ব্যালটের সঙ্গে মিশিয়ে গণনা করা হয়েছে। এজেন্টদের কোনো অভিযোগই আমলে নেননি কর্মকর্তা এবং কর্মচারীরা।

সর্বশেষ খবর