বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেড় কোটি টাকা নিয়ে ঠিকাদারের দেশত্যাগ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বেসরকারি সংস্থার ম্যানেজার জয়দেব পাল চাকরি ছেড়ে দিয়ে নিজেকে উপজেলা জনস্বাস্থ্য অফিসের ঠিকাদার পরিচয় দিয়ে গভীর নলকূপ দেওয়ার কথা বলে হতদরিদ্রদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতের বারাসাত থানার দত্তপুকুর গ্রামে বসবাস করছেন বলে জানা গেছে। এ খবর পেয়ে ভুক্তভোগী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাছির উদ্দিনসহ অফিসের স্টাফরা গতকাল বিকালে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে টাকা ফেরতসহ কঠোর শাস্তির দাবি করেছেন। এ সময় প্রকৌশলী নাছির উদ্দিন প্রতারক জয়দেব পালের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে স্থানীয় সাংবাদিকদের জানান, অনেকেই তার প্রতারণার শিকার। তাই কয়েকজন ভুক্তভোগী পিভিসি পাইপ ব্যবসায়ী জয়দেব পালের বিরুদ্ধে ধামরাই থানায় একাধিক জিডি করেছেন বলে জানান তিনি। জানা গেছে, ২০১৫ সালের প্রথম দিকে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ধামরাই শাখার ম্যানেজার জয়দেব পাল চাকরি ছেড়ে দিয়ে প্রতারণা শুরু করেন। তার প্রতারণায় পথে বসে কয়েক শ’ পরিবার।

সর্বশেষ খবর