শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাতজন। এছাড়া নেত্রকোনা, নোয়াখালী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদ্ধার করা হয়েছে তিন লাশ।  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী গ্রামে বিরোপূর্ন জমির ধান কাটা নিয়ে গতকাল দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে আহত হন উভয় পক্ষের ১৫ জন। গুরুতর অবস্থায় সাতজনকে সদর হাসপাতালে ভর্তি নিলে জরুরি বিভাগে একজন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত ব্যক্তির নাম শাহাজান আলী। তার রাণীশংকৈল উপজেলার আনসারডাঙ্গী গ্রামে। নেত্রকোনা : আটাপাড়ায় নববধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে বুধবার দিবাগত রাতে। পুলিশ মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নববধূর নাম উপমা। তিনি মোবারকপুর গ্রামের শরীফের স্ত্রী ও এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নোয়াখালী : চাটখিল উপজেলার ঘাসিপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে গতকাল শানু আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শানু ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। স্বজনদের দাবি শানুকে পরিকল্পিতভাবে স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। লাশের বিভিন্ন স্থানে রক্তের দাগ লেগে ছিল। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ বাজার রেললাইন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী লালচাঁন পলাতক।

সর্বশেষ খবর