শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলেজ অধ্যক্ষকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আইয়ুব আলীকে হত্যাচেষ্টার ঘটনায় অধ্যক্ষ বুধবার রাতে এমদাদুল হক সুকর্নকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য, নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ কলেজে বুধবার সকালে জয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সমপাদক ও জয়াগ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তুষার ক্লাস চলাকালে ছাত্রীদের ছবি মোবাইলে উঠানো, খারাপ আচরণ করলে অধ্যক্ষ আইয়ুব আলী তাকে সতর্ক করেন। এতে তুষার ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে এমদাদুল হক সুকনর্, শাকির, ফারুক হোসেনসহ ৫/৬জন বহিরাগত সন্ত্রাসী কোমর থেকে পিস্তল বের করে অধ্যক্ষ আইয়ুব আলীকে হত্যার জন্য  মাথায় ঠেকায়। তাত্ক্ষণিক কলেজের সহকারী অধ্যাপক সন্ত্রাসীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলে তিনি প্রাণে রক্ষা পান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুজন জানান, কিছুদিন আগে ছাত্রলীগের একটি কমিটি করা হয়েছিলো। পরে         এদের বাদ দেওয়া হয়। এরা  ছাত্রলীগ নামধারী বখাটে।

সর্বশেষ খবর