শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিদ্যালয় ভবনের ছাদ ঘেঁষে বিদ্যুতের সঞ্চালন লাইন

সুন্দরগঞ্জ প্রতিনিধি

বিদ্যালয় ভবনের ছাদ ঘেঁষে বিদ্যুতের সঞ্চালন লাইন

গাইবান্ধার সুন্দরগঞ্জে মধ্য কঞ্চিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে বিদ্যুতের লাইন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় ভবন ঘেঁষে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পাশের একটি দ্বিতল ভবনের নির্মাণকাজ। ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।

জানা যায়, স্থানীয় শিক্ষানুরাগীরা ১৯৯১ সালে মধ্য কঞ্চিবাড়ী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। সরকারিভাবে বিদ্যালয়ে তিন কক্ষবিশিষ্ট ভবন নির্মাণের কিছুদিন পর এর ওপর দিয়ে ভবন ঘেঁষে পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন স্থাপন করা হয়। এ অবস্থায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টিতে তিন শতাধিক শিক্ষার্থী থাকায় সরকার শ্রেণিকক্ষ সম্প্রসারণের জন্য দুই কক্ষবিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণকাজ হাতে নেয়।

সর্বশেষ খবর