শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কিশোরগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব

আক্রান্ত তিন শতাধিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে তিন শতাধিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আক্রান্তের বেশির ভাগই ৯ নম্বর ওয়ার্ডের বত্রিশ এলাকার। স্থানীয়রা জানান, পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তা ছাড়া বত্রিশ এলাকায় রাস্তাঘাটসহ বিভিন্ন মোড়ে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। দীর্ঘদিনেও এসব সরানো হচ্ছে না। এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বত্রিশ এলাকায় অবস্থিত পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী অভিযোগ করেন, পুরো এলাকাটিই যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অথচ এটি একটি আবাসিক এলাকা। ডায়রিয়ায় আক্রান্ত বেশির ভাগ রোগীকেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত এক সপ্তাহে তিন শতাধিক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তা ছাড়া আক্রান্ত অনেক রোগীকে বাড়িতে রেখে স্যালাইন খাওয়ানো হচ্ছে। এর মধ্যে বত্রিশ এলাকার দর্জিশ্রমিক উত্তম কুমার দেব (৩৫) নামে একজন ডায়রিয়ায় মারা গেছেন বলে তার স্ত্রী সুবর্ণা রানী দেব জানিয়েছেন। দুই দিন ধরে পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছে। পৌর মেয়র পারভেজ মিয়া বলেন, ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে পৌরসভার সাপ্লাইয়ের পানি থেকে ডায়রিয়ায় আক্রান্তের বিষয়টি নাকচ করে তিনি বলেন, বত্রিশ এলাকা থেকে পুরো পৌরসভায় পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। যদি এ পানি থেকেই আক্রান্ত হতো, তাহলে পুরো পৌর এলাকাতেই তা ছড়িয়ে যেত। সিভিল সার্জন ডাক্তার এম এ গনি বলেন, ‘ঢাকা থেকে বিশেষ টিম এসে বত্রিশ এলাকায় কাজ করছে। কয়েক দিনের মধ্যেই ডায়রিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর