রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

২০ দিনেও উদ্ঘাটন হয়নি কলেজছাত্র হত্যারহস্য

শেরপুর প্রতিনিধি

শেরপুরের কলেজ ছাত্র আকাশের মৃত্যুর ঘটনা ‘রহস্যই’ থেকে গেল। তার লাশ উদ্ধারের ২০ দিন পরও মৃত্যুর কারণ খুঁজে বের করার মতো কোনো ক্লু পায়নি পুলিশ। এমনকি আকাশ হত্যায় জড়িত বা সন্দেহভাজন কাউকে আটকও করতে পারেনি। এ অবস্থায় তার সহপাঠী, এলাকাবাসী সবার জিজ্ঞাসা চাঞ্চল্যকর এই হত্যার বিষয়টি চাপা পড়বে না তো।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বিল্পব কুমার জানান, অনেক তথ্য পাওয়া গেছে। একটি মুঠোফোন নাম্বার নিয়ে পুলিশ ব্যাপক তদন্ত করছে। এখানেই হয়তো সমাধান মিলে যাবে। ময়মনসিংহ অঞ্চলের ডিআইজি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ হত্যার রহস্য বের করার দাঁড়প্রান্তে পুলিশ। কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যায়, শেরপুর সদর উপজেলার ছেলে মিনহাজুল ইসলাম আকাশ। জন্মের পাঁচ মাস পরই মাকে হারান। পাঁচ বছর বয়সে বাবাও মারা যান। বাবা-মাকে হারিয়ে বড় হন শহরের গৌরিপুরে ফুফু রিতা ও দাদি মমেনার আশ্রয়ে। দারিদ্র্যও ছিল তার নিত্যসঙ্গী। এরই মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন শেরপুর সরকারি কলেজে। ছিলেন মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১১ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে আকাশ বাসা থেকে বের হন। সন্ধ্যায় ফুফু ফোন করলে জানান কিছুক্ষণের মধ্যে বাসায় আসছি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন আকাশের চাচা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ১৭ অক্টোবর সকালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী থেকে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর