সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিবি পরিচয়ে দেড় কোটি টাকার সোনা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দেড় কোটি টাকা সমমূল্যের সোনার বার ছিনতাই হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘কিছু সোনার বার ছিনতাই হয়েছে এমন কথা শুনেছি। বারের সংখ্যা বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি। এখনো কেউ অভিযোগ করেনি। তাই সোনার বারগুলো বৈধ না অবৈধ এবং এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না।’

জানা যায়, শনিবার রাতে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে ওমান থেকে ওই ব্যক্তি চট্টগ্রামে আসেন। বিমানবন্দর থেকে বের হয়ে  সোনার বারগুলো মাসুদ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। বারগুলো নিয়ে নেভাল রোডে এলে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয় কয়েকজন। পরে কিছু দূর যাওয়ার পর তাকে নামিয়ে দিয়ে   সোনার বারগুলো নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যায় ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মারুফ হাসান বলেন, ‘ওই সময় বিমানবন্দর এলাকায় ডিবির কোনো টিম ছিল না। তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে  দেখছি।’

সর্বশেষ খবর