সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাগরে অর্ধশত জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া আলীপুর ও মহীপুরের পাঁচটি মাছধরা ট্রলারসহ ৬৫ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ট্রলারগুলোর মাঝি অথবা জেলের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা। আলীপুর মৎস্য আড়ত্দার ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার মোল্লা জানান, আলীপুরের এফবি তামান্না, মহীপুরের এফবি মা-বাবার দোয়া, এফবি তোতা নামের তিনটি মাছ ধরা ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া মহীপুরের আরও দুটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানান সেখানকার ব্যবসায়ী নেতা ফজলুর রহমান। মহীপুর মৎস্য আড়ত্দার সমিতির সম্পাদক গাজী ফজলুর রহমান জানান, গভীর সমুদ্রে নেটওয়ার্ক থাকে না, তাই ওই ট্রলারগুলোর জেলে ও মাঝির সঙ্গে যোগাযোগ করা যায়নি। নিখোঁজ মাছধরা ট্রলার ও জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা বলা যাচ্ছে না। আবহাওয়া ভাল হওয়ার পর সাগর থেকে অন্য ট্রলারগুলো বন্দরে ফিরতে শুরু করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর