মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩০০ টাকার অভাবে পরীক্ষা দেওয়া হলো না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০০ টাকার অভাবে পরীক্ষা দেওয়া হলো না

বাবার সঙ্গে স্কুলছাত্র কবির

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩০০ টাকার জন্য চলমান জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি নৈশপ্রহরী মাইনুল ইসলামের ছেলে কবির। ঘটনাটি ঘটেছে উপজেলার মূশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজে। কোচিং ফি বাবদ ৩০০ টাকা দিতে না পারায় কবিরের জেএসসি পরীক্ষা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার বাবা। মাইনুল ইসলাম জানান, পরীক্ষার আগের দিন স্কুলের সব ছাত্রছাত্রীকে প্রবেশপত্র দেওয়া হলেও কোচিং ফির ৩০০ টাকা দিতে না পারায় কবিরকে প্রবেশপত্র দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারপরও পরীক্ষার দিন সকালে কবির কেন্দ্রে গিয়ে প্রবেশপত্র না পাওয়ায় তাকে ফিরে আসতে হয়। মূশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসগার আলী জানান, কবিরের পরিবার অসচেতন ও অজ্ঞ। তাদের অজ্ঞতার কারণেই ছেলেটি পরীক্ষা দিতে পারেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান বলেন, বিষয়টি আসলেই অমানবিক। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন বলেন, ‘পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন হয়ে গেল, পরীক্ষার সময়ে আমাকে জানালে ব্যবস্থা হয়ে যেত।’

সর্বশেষ খবর