মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলা

১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ১০ জনকে অভিযুক্ত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশ বলছে— এরা সবাই জেএমবি সদস্য। সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমএ ফারুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেন। আসামিরা হলেন— খাইরুল ইসলাম, শফিউল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর, সাদ্দাম হোসেন, রিরাজুল ইসলাম, গোলাম রব্বানী, হাসান ফিরোজ, আবু নাসির ও মো. মাহাবুব হাসান মিলন।  মামলার ১০ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আসামি ইতিপূর্বে হলি আর্টিজানে খাইরুল ইসলাম, শোলাকিয়ার ঘটনার আসামি হিসেবে নান্দাইলে  মোঃ শফিউল আলম এবং রাজশাহীতে মুহাঃ নজরুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক। আটকরা হলেন— মাহাবুব হাসান, আবু নাসির, মো. হাসান ফিরোজ ও গোলাম রব্বানী। গত ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

সর্বশেষ খবর