মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আ.লীগের প্রার্থী চূড়ান্তের খবরে নেতাদের বিস্ময়

জেলা পরিষদ নির্বাচন

ময়মনসিংহ প্রতিনিধি

আ.লীগের প্রার্থী চূড়ান্তের খবরে নেতাদের বিস্ময়

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে রাজনীতির মাঠ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন পার্লামেন্টারি বোর্ড এখনো দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত না করলেও ময়মনসিংহে গুজব রটেছে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম ফেরদৌস জিল্লুকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আর এ প্রচারণায় ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের নাম। ফলে এ নিয়ে দলের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এক পক্ষের এমন প্রচারণায় বিস্ময় প্রকাশ করেছেন।

সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম ফেরদৌস জিল্লুর অনুসারীরা প্রচার করছেন গত ৪ নভেম্বর নগরীর শিববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে ধর্মমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত্মে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা চূড়ান্ত্ম করা হয়েছে। কিন্তু বোর্ড এখনো প্রার্থিতা চূড়ান্ত না করলেও এক পক্ষের নেতা-কর্মীদের এমন প্রচারণায় বিস্ময় প্রকাশ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি এহতেশামুল আলম বলেন, কোনো মন্ত্রীর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার এখতিয়ার নেই। এ মনোনয়ন দেবে পার্লামেন্টারি বোর্ড। নিছক গুজব ছড়িয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি। দলীয় প্রার্থিতা চূড়ান্তের বিষয়ে নিজের নাম জড়ানোর বিষয়ে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, আমি কোনো প্রার্থী চূড়ান্ত করিনি। এরপরও কীভাবে এমন প্রচারণা চালাচ্ছে এ বিষয়টি দেখা হবে।

সর্বশেষ খবর