মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে আরও দুই জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে মাত্র চার দিনের ব্যবধানে কাঁকড়া আহরণকালে আরও দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু শামছু বাহিনী। সোমবার ভোরে পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদী সংলগ্ন কাঁকড়ার খালে এ ঘটনা ঘটে। এর আগে গত ৩ নভেম্বর সকালে তাম্বলবুনিয়া এলাকা থেকে শরণখোলার দুই জনসহ ৭জেলেকে অপরণ করা হয়। এ নিয়ে দু’দফায় ৯ জেলেকে অপহরণ করল শামছু বাহিনী।

অপহৃত জেলেরা হলেন— জিয়ারুল তালুকদার ও আ. রহিম খান। এদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে। দুই জেলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছে। কোস্টগার্ড, বনবিভাগ ও মহাজনরা অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, গত চার দিনেও অপহৃত ৭ জেলে উদ্ধার না হওয়ায় মহাজন ও অপহৃতদের পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে। মহাজনদের কাছে একেক জেলের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা করে চাওয়া হচ্ছে। এ নিয়ে মহাজন ও দস্যুদের মধ্যে চলছে দর কষাকষি। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর