মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলে বাসচাপায় তিনজন নিহত

বিভিন্ন স্থানে আরও ৬

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে বাস চাপায় তিনজন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৬জন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাসের চাপায় ৩ ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলো সদর উপজেলার বড়ুলিয়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫), একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোখলেস (৪০) এবং মজিবর রহমানের ছেলে সোহেল (২৫)।

গাজীপুর : কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহতের নাম চান মিয়া (২২)। সে টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়ারা এলাকার আ. রহিমের ছেলে।

জামালপুর : জামালপুরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। নিহত রফিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাবার নাম মোজাম্মেল হক। এ ঘটনায় বদরুল ইসলাম টুটুল নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। চট্টগ্রাম : নগরীর আকবর শাহ থানা এলাকায় বিএসআরএমের কারখানার সামনে লরি চাপায় আমিনুল ইসলাম (৩২) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সাভার :  সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল বিকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের মধ্যে নিরাপত্তাকর্মী ফিরোজ মিয়া (৩৫) ও গাড়িচালক চান মিয়ার পরিচয় পাওয়া গেছে।

সর্বশেষ খবর