বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভালুকায় বনের জমি জবরদখল

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের বনের জমি জোরপূর্বক দখল করে একটি ফ্যাক্টরির পক্ষে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী মৌজাস্থ বন বিজ্ঞপ্তিত ১৯ নং দাগের। স্থানীয় সূত্র জানায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী মৌজার ১৯ নং দাগে ৫৩.৬১ একর জমি রয়েছে যার সবটুকুই বনবিভাগের গেজেটভুক্ত। স্থানীয় একটি কারখানার পক্ষে জনৈক নোমান একটি সিন্ডিকেট তৈরি করে বন বিজ্ঞপ্তির ওই জমি থেকে প্রায় ১০ বিঘা জমি বন বিভাগের বাধা উপেক্ষা করে জোরপূর্ব দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে। হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী জানান, ১৯ দাগের ৫৩.৬১ একর জমির সবটুকুই বনভূমি। বন বিভাগের বাধাকে উপেক্ষা করে জনৈক নোমান নামে এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালীদের সহায়তা নিয়ে ওই দাগের  জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে। জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। অভিযুক্ত নোমান বলেন, আমরা জমি ক্রয় করেছি তাই কাজ করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর