বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আহসানউল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি

টঙ্গী প্রতিনিধি

আহসানউল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি

টঙ্গী ও গাজীপুরের প্রিয় মানুষ। শ্রমজীবী মানুষের ভালোবাসায় সিক্ত, রাজনীতির শুদ্ধ পুরুষ গাজীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারের ৬৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে টঙ্গী ও তার নিজ গ্রাম গাজীপুরের হায়দরাবাদে টঙ্গী থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা এক মিনিটে আহসান উল্লাহ্ মাস্টার এমপির মাজারে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে। আহ্সান উল্লাহ্ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান গতকাল এ বিষয়টি নিশ্চিত করেন। মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, আমাদের প্রিয় স্যার শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর মাটি ও মানুষের নেতা ছিলেন, ২০০৪ সালে তাকে যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক। উল্লেখ্য, আহসান  উল্লাহ মাস্টার ১৯৫০ সালের এই দিনে গাজীপুরের পুবাইল হায়দরাবাদ এলাকায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনিই প্রথম। এরপর ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের কর্মী  সমাবেশ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। 

সর্বশেষ খবর