শিরোনাম
বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

১০ ঘণ্টা পর যমুনায় উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি

১০ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার উৎপাদন ফের শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে রাত ৮টায় কারখানায় ফের উৎপাদন শুরু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে গিয়ে  অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাত্ক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানিয়েছেন, পাম্পটি মেরামত করে আজ (গতকাল) রাত ৮টায় কারখানায় ফের উৎপাদন শুরু করা হয়েছে।

সর্বশেষ খবর