শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিবাদ করায় আট পরীক্ষার্থীকে পিটুনি

জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের আট জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তুলাসার ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে হামলার শিকার হয় ওই শিক্ষার্থীরা। ওই গ্রামের শামিম দেওয়ান তার পাঁচ সহযোগীকে নিয়ে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আংগারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে। ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসির বাড়ি একই উপজেলার দড়িহালা গ্রামে। গত এক সপ্তাহ পরীক্ষা কেন্দ্রে আসার পথে পাশের গ্রামের শামিম দেওয়ান তাকে উত্ত্যক্ত করত। গতকাল শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দেওয়ান কান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক থামায় বখাটে শামিম। এর পর সে জান্নাতুলের কাছে মুঠোফোন নম্বর চায়। এ সময় অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। শামিম তার পাঁচ সহযোগীকে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা আট শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেয়। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ খবর