শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেমদের ব্যতিক্রমী বিতর্ক

আমতলী প্রতিনিধি

পটুয়াখালীর আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী বিতর্ক সভা। শরীরের ক্ষতস্থান হতে রক্ত বাহির হইয়া গড়াইয়া পড়িলে অজুু ভঙ্গ হইবে কিনা এমন পাঁচটি বিষয়ের ওপর এ বিতর্কে অংশ নেন হানাফী ও সালাফী অনুসারীরা। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বিতর্ক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা মুফতি গোলাম মাওলা, মুফতি নুরে আলম সিদ্দিকী ও মাওলানা সাইদুর রহমান। বিতর্ক শেষে সভার সভাপতি উভয়পক্ষকে দালিলাদি জমা দেওয়ার জন্য বলেছেন। বিচারকরা কোরআন ও হাদিস পর্যালোচনা করে সাত দিন পর রায় ঘোষণা করবেন।

সর্বশেষ খবর