শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মৃগি তীরে লাখো মুসল্লির ঢল

শেরপুর প্রতিনিধি

মৃগি তীরে লাখো মুসল্লির ঢল

শেরপুরে শুরু হওয়া ৩ দিনের জেলা ইজতেমার দ্বিতীয় দিন গতকাল জুমার নামাজে মৃগী নদীর তীরে লাখো মুসল্লির ঢল নামে

শেরপুরে শুরু হওয়া ৩ দিনের জেলা ইজতেমার দ্বিতীয় দিন গতকাল জুমার নামাজ আদায়ে মৃগি নদীর তীরে লাখো মুসল্লির ঢল নামে। ঢাকার কাকরাইল মসজিদ মারকাসের মুরব্বি জুমার নামাজে ইমামতি করেন। শহরের পুলিশ লাইনের পার্শ্ববর্তী মৃগি নদীর তীরের ভাটারা ঘাটসংলগ্ন প্রায় ৯ একর জমির উপর এ জেলা ইজতেমার আয়োজন করা হয়। এখানে বেডিংসহ প্রায় ৩০ হাজার এবং জুমার নামাজ আদায় করার জন্য ৬০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতার ব্যবস্থা করা হলেও মূল প্যান্ডেলের বাইরে আশপাশের ক্ষেত খামার ও খালি জায়গায় প্রায় ২ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।  স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ড. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা জুমার নামাজে অংশ নেন। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে জুমার নামাজের সময় শহরের থানা মোড় থেকে মৃগি নদীর অষ্টমি তলা মোড় পর্যন্ত প্রধান সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখেন স্থানীয় প্রশাসন। আজ জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ হবে বলে আয়োজক কমিটি সূত্র জানায়।

সর্বশেষ খবর