শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
সরসপুর ইউপি নির্বাচন

কেন্দ্র দখলের ‘পাঁয়তারা’

কুমিল্লা প্রতিনিধি

চতুর্থ ধাপে স্থগিত হওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ হবে। গত কয়েক দিন ধরে বহিরাগতরা দলীয় নেতা সেজে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মান্নানের প্রচারণার নামে ভোটারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার। তার আরও অভিযোগ— মনোহরগঞ্জের কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ৯টি কেন্দ্র দখলের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন। গোলাম সরওয়ার মজুমদার উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সদস্য সচিব ছিলেন। এই ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোবারক হোসেন সরকার চতুর্থ ধাপে নির্বাচনে প্রচারণা চলাকালেই হুমকিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ তিনজনের বাইরে আরও দুজন প্রার্থীর নির্বাচনে প্রতীক থাকলেও তারাও আবদুল মান্নান ও তার লোকদের ভয়ে মাঠ ছেড়ে দিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল আবদুল মান্নান বলেন, এসব অভিযোগ মোটেও সত্য নয়। তাছাড়া কেন্দ্র দখলের কোনো প্রশ্নই উঠে না। জনগণ আমাকে এমনিতেই ভোট দিবে। সূত্র জানায়, চতুর্থ ধাপে চলতি বছরের ৭ মে সরসপুর ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম সরওয়ার মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি ওই নির্বাচনের মাত্র দুদিন আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশে প্রার্থিতা ফিরে পান। তবে শেষ পর্যন্ত ব্যালট ছাপা ও প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা হওয়ায় ভোট গ্রহণের মাত্র একদিন আগে ওই নির্বাচন স্থগিত করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. নাজির হোসেন মিয়া জানান, অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুজ্জামান বলেন, কোনো অনিয়ম হতে দেওয়া হবে না।

সর্বশেষ খবর