শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাঁদাবাজি করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর এরশাদনগরে গত রাতে গাজীপুর ডিবি পুলিশের এসআই নূর মোহাম্মদ চাঁদাবাজি করতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর হাত থেকে রক্ষা পেতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসীর অভিযোগ, এসআই নূর মোহাম্মদ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাসির কাছ থেকে ১০ হাজার, শারমিনের কাছ থেকে ৭০ হাজারসহ নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত রাত ৮টার দিকে ঠিক একই কায়দায় সালাউদ্দিনকে আটক করে সঙ্গের টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলে কিছু সময় অবরুদ্ধ করে রাখে। তবে এসআই নূর মোহাম্মদ কারও কাছ থেকে টাকা নেওয়া ও ফাঁকা গুলি করার বিষয়টি মিথ্যা দাবি করেন। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকাবাসী এসআই নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ খবর