শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বকচর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বকচর সীমান্ত পোস্টের সীমান্ত পিলার ৩৪/১-এস থেকে ৭৫ গজ ভারতের ভিতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের ৪ বিএসএফের অটরশিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান। অন্যদিকে বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শরণ দেব। পতাকা বৈঠকে দেশে অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ, সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর