রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ নেতার শাস্তি দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল বারীর শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রেলের জমি দখল, পরিবহনে চাঁদাবাজি, টিকিট কালোবাজারিসহ নানা অপকর্মের অভিযোগ তুলে গতকাল বালিপাড়া ইউনিয়নে কয়েক দফা বিক্ষোভ মিছিল করা হয়। পরে সমাবেশে বক্তৃতা করেন বারীর হাতে নির্যাতিত ও জমি দখলের শিকার মিজানুর রহমান, শহীদুল ইসলাম, হুমায়ুন কবির, সাইফুল মোল্লা। তারা বলেন, ১৮ মার্চ ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান আবদুল বারী। এরপর তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বারী ও তার সহযোগীরা স্থানীয় পরিবহন সেক্টরে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, ফাও খাওয়াসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন করে আসছেন। বারীর শাস্তি দাবিতে এলাকাবাসী ফুঁসে ওঠায় ইউনিয়ন যুবলীগ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে জানান ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদল জানান, বারীর অপকর্মে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর