রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আ.লীগের দুই নেতাকে কোপাল দুর্বৃত্তরা

নিরাপত্তা চেয়েও পাননি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

থানায় এসে হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা। নিরাপত্তা চেয়ে তারা সাধারণ ডায়েরিও করতে চেয়েছিলেন। পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পরে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে একই আশঙ্কার কথা জানান। দুদিন পর তাদের সেই আশঙ্কায় ঠিক হলো। প্রতিপক্ষের হামলায় আহত হয়ে এখন রাজশাহী মেডিকেলে  চিকিৎসাধীন। এরা হলেন রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান ও কৃষক লীগের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক ওরফে স্বপন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গত শুক্রবার রাতে জাহেদুল ইসলাম উপজেলার তাহেরপুর বাজারের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় তার ওষুধের দোকানে বসেছিলেন। কৃষক লীগ নেতা আবদুর রাজ্জাকও ছিলেন সেখানে। সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। অস্ত্রধারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে যায়। বাগমারা থানার ওসি  জানান, হামলাকারীদের চিহ্নিত করা গেছে। তাদের ধরার চেষ্টা চলছে। তবে তিনি আহতদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার কাছে ওই ধরনের অভিযোগ নিয়ে আসার কথা ঠিক নয়।

সর্বশেষ খবর