রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সঠিক বিচার করতে না পারলে ক্ষমতায় থাকেন কেন : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘নাসিরনগরে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, আমার দল সরকারে থাকলে আমি ক্ষমতা ছেড়ে দিতাম। আর আপনারাও যদি সঠিক বিচার করতে না পারেন তবে ক্ষমতায় থাকেন কেন।’ শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা বাজারে গণসমাবেশে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, সখীপুরের ইউএনও এসএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ‘বড়চওনার মানুষ যদি ন্যায্য দাবি নিয়ে ওই ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে থাকে, তাহলে তারা বীরপুরুষের মতো কাজ করেছে। গণসমাবেশে আবদুল গণি চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান বীরপ্রতীক,  আবদুল হালিম সরকার প্রমুখ।

উল্লেখ্য, বড়চওনা বাজার, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কৃষি গুদাম ঘরের জমিতে অবৈধভাবে সখীপুরের ইউএনও এস এম রফিকুল ইসলাম শপ লাইসেন্স দেওয়ার চেষ্টার প্রতিবাদে ওই ইউএনওর প্রত্যাহার দাবিতে আন্দোলন করে আসছে বড়চওনা বাজার বণিক সমিতি ও এলাকাবাসী।

সর্বশেষ খবর