সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাবিপ্রবি মাস্টার্সে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম বর্ষে বিভিন্ন অজুহাতে বিনা রসিদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ ভর্তির সময় বাংলা নামে যে অর্থ নিয়েছে ইংরেজি নামে পুনরায় ফরম পূরণের সময় একই অর্থ আদায় করছে। এ ছাড়া বিভাগটিতে বিনা রসিদে উন্নয়ন ফি ও প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, পুরো বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের উৎসব চলছে। ভর্তির সময় পরিচয়পত্র ফি বাবদ ১০০ ও মেডিকেল কার্ড বাবদ ৫০ টাকা নেওয়া হয়। প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও কার্ড দেওয়া হয়নি। কার্যক্রম না থাকা সত্ত্বেও বিএনসিসি বাবদ ১৫০ টাকা দাবি করা হয়েছে। এ ছাড়া বিনা রসিদে প্রতিবার পরীক্ষার সময় প্রবেশপত্র বাবদ নেওয়া হচ্ছে ১০০ টাকা। একইভাবে রসিদ ছাড়া ভর্তির সময় বিভাগ উন্নয়নের নামে দুই হাজার টাকা নেওয়া হয়। এসব টাকা কোথায় যাচ্ছে হদিস নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। উপাচার্য অধিকাংশ সময় ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় জবাবদিহিতা নেই কারও। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অর্থ আদায়ের বিষয়টি দেখে প্রশাসন। এখানে আমাদের কিছু বলার নেই।’ ডেপুটি রেজিস্ট্রার তাওহীদা খানম বলেন, টাকা নির্ধারণের জন্য নির্দিষ্ট কমিটি ও প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। ওনারা যেভাবে নির্দেশ দেন আমরা সেভাবে নোটিস ইস্যু করে থাকি।’ প্রক্টর আওয়াল কবির জয় জানান, বিষয়টি শুনেছি। কাগজপত্র দেখে অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেব। বিনা রসিদে কোনো বিভাগের টাকা নেওয়ার এখতিয়ার নেই। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. আল চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর