শিরোনাম
সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেঁটাযুদ্ধে আহত অর্ধ শতাধিক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষার হরিপুরে গতকাল আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। আগুন দেওয়া হয়েছে পাঁচটি বাড়িতে। এ সময় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ইউপি নির্বাচনের পর সাবেক চেয়ারম্যান আ. হক ও বর্তমান চেয়ারম্যান তাজুল সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এর জেরে কয়েক দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুদলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সন্ধ্যায় উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও গতকাল পূর্ব প্রস্তুতি নিয়ে টেঁটা, বল্লম, রাম দা ও ককটেল নিয়ে দুদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ কয়েকশ ককটেল নিক্ষেপ করে।

সর্বশেষ খবর