সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই গ্রুপে উত্তেজনা সমন্বয় সভা স্থগিত

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলা হলরুমে গতকাল মাসিক সমন্বয় কমিটির সভা চলাকালে আওয়ামী লীগ নেতা ও ভাউরখোলা ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসী বক্তব্য শুরু করলে যুবলীগ নেতা মজিবুর রহমান দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে সৃষ্ট হট্টগোল একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। পরে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সভা স্থগিত করেন।

ইউপি চেয়ারম্যান ফারুক জানান, মজিবুর রহমান গংরা সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে উপজেলার উন্নয়নমূলক কাজের ওপেন টেন্ডার আহ্বান না করে গোপনে করে আসছেন। ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার, আহসানউল্লাহ মাস্টার ও আ. লতিফ সভায় দাঁড়িয়ে ইউএনকে ওপেন টেন্ডার আহ্বানের অনুরোধ করলে উত্তেজনা দেখা দেয়। ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, ‘আমরা লিখিতভাবে বিষয়টি ইউএনওকে জানাবো। অভিযুক্ত মজিবুর বলেন, ‘টেন্ডারে কোনো অনিয়ম হচ্ছে না। আর আমি সিন্ডিকেটের কেউ না।’ ইউএনও বলেন, ‘দুই পক্ষে উত্তেজনা দেখে দিলে সভা স্থগিত করেছি। চেয়ারম্যানদের বলেছি তাদের  কোনো বক্তব্য থাকলে লিখিতভাবে আমাকে জানাতে।’

সর্বশেষ খবর