সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দারিদ্র্য বিমোচনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার

ময়মনসিংহ প্রতিনিধি

দারিদ্র্য বিমোচনে প্রযুক্তির প্রসার : সম্ভাবনা ও ঝুঁকি প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্য বিমোচনের রিজিওনাল নেটওয়ার্ক অন পভার্টি ইরাডিকেশন (রেনপারের) তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবিতে) শুরু হয়েছে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলনেনটানের ডেপুটি ভাইস চ্যান্সেলর ও রেনপারের চেয়্যারমান প্রফেসর ড্যাটো ড. ইব্রাহীম বিন চি ওমর উপস্থিত ছিলেন। মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর বাংলাদেশে ফাও এর প্রতিনিধি ড. মাইক রবসন প্রবন্ধ উপস্থাপন করেন। মেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটসহ ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর