সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়

নারায়ণগঞ্জের ফতুল্লায় খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের অদূরে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা —বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের ফতুল্লার আন্তর্জাতিক খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের অদূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, দূর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ। সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সওজ-এর নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন— এ রাস্তা দিয়ে ভিআইপি ও ভিভিআইপিসহ সর্বস্তরের জনসাধারণ চলাচল করে। এছাড়া ময়লা ফেলার জায়গার অদূরেই আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্থানে ময়লা না ফেলার জন্য বিজ্ঞপ্তি আকারে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সিটি করপোরেশনকে দেওয়া চিঠি। নারায়ণগঞ্জ সওজ অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মৃধা জানান, ময়লা না ফেলার জন্য নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। তারপরও সিটি করপোরেশন থেকে ময়লা ফেলা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কনজারভেন্সি কর্মকর্তা মো. হিরণ মিয়া জানায়,  আমরা আমাদের ময়লা ফেলার জন্য শহরের দেওভোগস্থ ডাম্পিং স্টেশনে ফেলার জন্য বলেছি। কিন্তু এইড বাংলা নামের একটি বেসরকারি সংস্থা সিটি করপোরেশন এলাকার ময়লাগুলো বাসা বাড়ি থেকে মাসিক ৭০ টাকার বিনিময়ে সংগ্রহ করে তাদের ইচ্ছামত জায়গায় ফেলছে। এতে আমাদের করার কিছু নেই।

সর্বশেষ খবর