মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাকরির অনিশ্চয়তায় শত শত শ্রমিক

টাম্পাকো ট্র্যাজেডি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায় টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সেখানকার শত শত শ্রমিকের চাকরির অনিশ্চয়তায় দিন কাটছে। সুস্থ শ্রমিকদের কেউ কেউ চাকরি পেলেও অনেকে বসে আছেন বেকার। তাছাড়া আহত শ্রমিকদের অধিকাংশ এখনো চিকিৎসাধীন। কারখানা কর্তৃপক্ষ শুধু গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করেছেন। এ ছাড়া আর কোনো সহযোগিতা পাননি শ্রমিকরা। চাকরি নেই, নেই চিকিৎসার টাকা। কবে হবে আবার কারখানা চালু এ নিয়ে নানা দুশ্চিন্তায় রয়েছেন শ্রমিকরা। সম্প্রতি ওই দুর্ঘটনায় হতাহত শ্রমিক ও ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের টঙ্গী আঞ্চলিক সমন্বয় কমিটি। নিহতের স্বজনরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পেয়েছেন মাত্র ২০ হাজার টাকা করে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে অনুদান দেওয়ার কথা ছিল তা এখনো দেওয়া হয়নি। আহত শ্রমিক রাসেলসহ কয়েকজন বলেন— ভাই চাকরি নেই কী হবে আল্লায় জানে। চিকিৎসা করাতে করাতে টাকা শেষ। মালিক যদি একটু পাশে দাঁড়াতো তাহলে রক্ষা পেতাম। নিখোঁজের এক স্বজন আলাউদ্দিন বলেন, আমরা স্বজনের লাশ এখনো বুঝে পাইনি। শুনেছি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, সরকারের পক্ষ থেকে হতাহত শ্রমিকদের যে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোরে টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে এতে ৩৯ জন নিহত ও আহত হয়েছেন ৩৫ জন।

সর্বশেষ খবর