মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তির পর কারা ফটক থেকে অপহৃত সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পুলিশের করা তিন মামলায় জামিনে মুক্তির পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়া সাতজনের সন্ধান মিলেছে। নলছিটি থানা পুলিশ দাবি করছে, রবিবার দিবাগত গভীর রাতে বরিশাল-ঝালকাঠী মহাসড়কের নলছিটির আমিরাবাদ স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারা ফটক থেকে অপহৃত হওয়ার পর থেকে তারা কোথায় কিভাবে ছিল এ ব্যাপারে কেউ মুখ খুলছেন না।

উদ্ধার সাতজন হলেন— বাকীবিল্লাহ, নুরুল ইসলাম, সোহাগ, জোবায়ের, আবুল বাশার, সিরাজুল ও মিনহাজুল।

জানা যায়, নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদ-হুজি সদস্য সন্দেহে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি নলছিটির খাদেমুল ইসলাম কওমী মাদ্রাসা ওই সাতজনসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তখন তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল। এর একটি মামলায় সাড়ে চার বছর কারাদণ্ড এবং অপর দুটিতে খালাস পায় তারা।

সর্বশেষ খবর