বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে চোরকারবারি বিজিবি সংঘর্ষে আহত ৩

দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরের হিলি সীমান্ত এলাকায় বিজিবি এবং চোরাকারবারির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলার জবাবে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে দুই বিজিবি সদস্য  মোস্তাক ও ইউসুফ আলী এবং শাওন (২৫) নামের এক ‘চোরাকারবারি’ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে বিজিবি জানায়। শাওন হাকিমপুর উপজেলার চুড়িপট্টির আবু সাঈদ ঘুটু মিয়ার ছেলে। তিনি দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন। আর বিজিবির আহত সদস্যদের হাকিমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার ভোরে হাকিমপুর উপজেলার বোয়াল দাড় গ্রামের পাকা রাস্তার মাঠে এ ঘটনা ঘটে। বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. চান মিয়া জানান, মঙ্গলবার ভোরে চোরাকারবারিদের ধাওয়া করে। এ সময় বিজিবিকে লক্ষ্য করে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড পাল্টা গুলি করে। ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত দুই বিজিবি সদস্য এবং এক চোরাকারবারিকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর