বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভোট পেতে মুজিব কোট সাফারি পাঞ্জাবি ও শাড়ি বিতরণ

বগুড়া জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আওয়ামী লীগের জন্য মুজিব কোট, বিএনপির জন্য সাফারি, জামায়াতের জন্য পাঞ্জাবি-পায়জামা আর মহিলাদের জন্য শাড়ি দিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ মমতাজ উদ্দিন। গতকাল বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া জেলা সন্ত্রাসবিরোধী কমিটির আয়োজনে জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই উপঢৌকন বিতরণ করা হয়। মমতাজ উদ্দিনের উপঢৌকনগুলো বিএনপি নেতা ও জামায়াতের জনপ্রতিনিধিরা গ্রহণ করলেও কেউ এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে মুখ খোলেননি। শোনা যাচ্ছে বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আলহাজ মমতাজ উদ্দিন প্রার্থী হতে চান। ওই পদে জয়ী হতে তিনি এমন উপঢৌকন বিতরণ করেন। বগুড়ার জেলার ১২টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে মমতাজ উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতপন্থি সব চেয়ারম্যান, মেয়র ও সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষে মমতাজ উদ্দিন উপস্থিত জনপ্রতিনিধিদের প্রত্যেকে একটি করে ক্রেস্ট দেন। এ ছাড়াও আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানদের একটি করে মুজিব কোট, বিএনপি দলীয় চেয়ারম্যানদের একটি করে সাফারি, জামায়াত দলীয় চেয়ারম্যানদের পাঞ্জাবি ও পায়জামা এবং মহিলা জনপ্রতিনিধিদের একটি করে শাড়ি দেওয়া হয়। এই উপঢৌকনগুলো মঞ্চের একপাশে সাজানো ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচন করবেন। তাই একদিকে দলীয় মনোনয়ন এবং অন্যদিকে জনপ্রতিনিধিদের ভোট নিতে তিনি সন্ত্রাসবিরোধী কমিটির ব্যানারে জনপ্রতিনিধিদের সংবর্ধনার আয়োজন করেন।

সর্বশেষ খবর