শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাজাপুরে মুক্তিযোদ্ধা হত্যা

হুমকিতে বাড়িছাড়া প্রধান সাক্ষী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা শিক্ষক আবদুস ছালাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় দুদিনেও কোনো আসামি গ্রেফতার হয়নি। বরং আসামি যুবলীগ নেতার প্রাণনাশের হুমকিতে মামলার ১ নং সাক্ষী নারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বাদী এবং অন্য সাক্ষীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। বাড়িছাড়া হওয়া মরিয়ম আক্তার মুক্তা গতকাল সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ছোটভাই আওয়ামী লীগ নেতা ঠাণ্ডু তাকে সাক্ষী হওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে শাসিয়েছেন। সাক্ষ্য দিলে তাকে ও তার পরিবারকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন।’ তিনি অজ্ঞাত স্থান থেকে মুঠো ফোনে আরও জানান, তিনি জীবনের নিরাপত্তার জন্যই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় রাজাপুর থানার ওসি শেখ মুনির উল গিয়াসের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘মামলা করেও বিপদে আছি আমরা।’ নারী শিক্ষিকার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ওসি শেখ মুনির উল গিয়াস মুঠোফোনে বলেন, ‘প্রাণনাশের কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি। কোনো আসামিও গ্রেফতার হয়নি।’ এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধা শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক মানিক রহমানকে প্রধান করে করা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’ প্রসঙ্গত, পূর্বশত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধা শিক্ষক ছালাম খানকে পিটিয়ে আহত করলে মঙ্গলবার তিনি মারা যান।

সর্বশেষ খবর